ভারতীয় আকাশসীমা দিয়ে পাকিস্তানে প্রবেশের জন্য প্রায় ২৫টি ফ্লাইট রুট (flight routes) বন্ধ করেছে ভারত। বুধবার সশস্ত্র বাহিনী পাকিস্তানের সন্ত্রাসী লক্ষ্যগুলিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দিনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে অনেক বিদেশি এয়ারলাইন ইতিমধ্যেই পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে চলছে।
২২ এপ্রিল পাহালগামে সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ জন নিহত হওয়ার পর প্রতিশোধমূলক ব্যবস্থা হিসেবে ভারত পাকিস্তানি এয়ারলাইনের জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। এর জবাবে ২৪ এপ্রিল পাকিস্তান ভারতীয় বিমান সংস্থাগুলির জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দেয়।
বুধবার তিন কর্মকর্তা পিটিআইকে জানান, পাকিস্তানের আকাশসীমায় প্রবেশের জন্য প্রায় ২৫টি ফ্লাইট রুট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। একজন কর্মকর্তা বলেন, বিদেশি এয়ারলাইনগুলিকে বিকল্প ফ্লাইট রুট ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে, যেখানে তারা ভারতীয় আকাশসীমা ছাড়ার পর পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করবে না।
এয়ারলাইনগুলি যে দেশের আকাশসীমা ব্যবহার করে, সেই দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে একটি নির্দিষ্ট ফি প্রদান করে। এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া (এএআই) সমগ্র ভারতীয় আকাশসীমা এবং সংলগ্ন সমুদ্র অঞ্চলে এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সার্ভিস (এটিএমএস) প্রদান করে।
বুধবার ভোরে ভারত ‘অপারেশন সিন্দুর’ শুরু করে পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের নয়টি সন্ত্রাসী লক্ষ্যে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এগুলোর মধ্যে জৈশ-ই-মোহাম্মদের ঘাঁটি বাহাওয়ালপুর এবং লস্কর-ই-তৈবার মুরিদকে অবস্থানও ছিল।